ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

এক-এগারোর সরকারে দায়িত্বশীলদের বিরুদ্ধে তদন্ত দাবি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক-এগারোর সরকারে দায়িত্বশীলদের বিরুদ্ধে তদন্ত দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : এক-এগারোর সরকার পরিচালনায় দায়িত্বশীলদের বিচারের আওতায় আনতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠনের দাবি তুলেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপি ক্ষমতায় গেলে যারা এক-এগারোর সরকারের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদের শাস্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮)’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইটি রচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে ড. মোশাররফ ফাউন্ডেশন লিমিটেড।

মওদুদ আহমেদ বলেন, ‘সংবিধানে আছে অসাংবিধানিকভাবে কেউ যদি ক্ষমতা দখল করে বা রাষ্ট্র পরিচালনা করে সেক্ষেত্রে তার সাজা হলো মৃত্যুদণ্ড। আর তাই যদি সংবিধানে থাকে, তাহলে যারা ২০০৭-০৮ সালে অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসে দেশকে শাসন করে সবকিছুই ধ্বংস করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে।’

তিনি বলেন, ‘যারা অসাংবিধানিক ও বেআইনিভাবে ইচ্ছাকৃত বাংলাদেশের এত বড় ক্ষতি করে গেছেন সেই ১/১১ সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আনতে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশনের অধীনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা উচিত।’

বর্তমান সরকার এক-এগারোর সরকারের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তৎকালীন সময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমেরিকা যাওয়ার আগে বললেন, ক্ষমতায় গিয়ে ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সমস্ত অবৈধ কাজের বৈধতা দেওয়া হবে আর ক্ষমতায় এসে বললেন, ১/১১ সরকার তার আন্দোলনের ফসল। এটা আমার কথা নয়, এগুলো রেকর্ড।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর খন্দকার মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদ ড.মাহবুব উল্লাহ প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়