ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এক সেঞ্চুরিতে ডি ককের দুই রেকর্ড

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক সেঞ্চুরিতে ডি ককের দুই রেকর্ড

সেঞ্চুরির পর কুইন্টন ডি কক

ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৩৫ রানের চমৎকার এক ইনিংস খেলার পথে দুটি অনন্য রেকর্ড গড়েছেন কুইন্টন ডি কক।

 

ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে ১০টি সেঞ্চুরির রেকর্ডের পাশাপাশি সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও সেঞ্চুরির সংখ্যায় দুই অঙ্ক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

 

মঙ্গলবার সেঞ্চুরিয়নে ৩১৮ রান তাড়া করতে নেমে হাশিম আমলার সঙ্গে ২৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন ডি কক। এই জুটি গড়ার পথে ডি কক ৯৬ বলে ছুঁয়ে ফেলেন ওয়ানডেতে তার দশম সেঞ্চুরি। ১১৭ বলে খেলেন ১৩৫ রানের ঝড়ো ইনিংস।

 

মাত্র ৫৫ ইনিংসেই ১০টি সেঞ্চুরি ছুঁলেন ডি কক। তিনি ছাড়িয়ে গেছেন তারই উদ্বোধনী জুটির সঙ্গী আমলাকে। ১০টি সেঞ্চুরি করতে আমলার লেগেছিল ৫৭ ইনিংস। এ তালিকায় তিনে আছেন ভারতের বিরাট কোহলি। ১০টি সেঞ্চুরি করতে তার লেগেছিল ৮০ ইনিংস।

 

ডি কক সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০টি সেঞ্চুরির রেকর্ডে এই কোহলিকেই ছাড়িয়ে গেছেন। প্রোটিয়া ব্যাটসম্যান ১০টি সেঞ্চুরি ছুঁয়েছেন ২৩ বছর ৫৪ দিন বয়সে। কোহলি রেকর্ডটি গড়েছিলেন ২৩ বছর ১৫৯ দিন বয়সে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়