ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একনেকে ছয় হাজার কোটি টাকায় ৯ প্রকল্প অনুমোদন

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২৬ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একনেকে ছয় হাজার কোটি টাকায় ৯ প্রকল্প অনুমোদন

ফাইল ফটো

অর্থনৈতিক প্রতিবেদক : প্রায় ছয় হাজার কোটি টাকায় নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে দুটি রেলপথ নির্মাণ, সিরাজগঞ্জে নতুন একটি দুগ্ধ কারখানা তৈরি এবং কোরস অব মিলিটারি পুলিশ সেন্টার নির্মাণ প্রকল্প অন্যতম।

 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২ হাজার ২৭০ কোটি ১৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩০ কোটি ৯৪ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা রয়েছে।

 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সফিকুল আজম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান।

 

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ফিজিবিলিটি স্টাডিসহ খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প- এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্প, এর ব্যয় ৬৭৮ কোটি ৫১ লাখ টাকা। বরিশাল সিটি করপোরেশন এলাকার অবকাঠামো উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন কাজ প্রকল্প, এর ব্যয় ৬১ কোটি ২০ লাখ টাকা।

 

জামালপুর শহর বাইপাস সড়ক নির্মাণসহ জামালপুর-ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ৫৬ কোটি ৩৫ লাখ টাকা। স্ট্রেনদেনিং ওমেন অ্যাবিলিটি ফর প্রোডাক্টটিভ নিউ অপরচ্যুনিটি (স্বপ্ন) প্রকল্প, এর ব্যয় ৮৫৩ কোটি ৪০ লাখ টাকা। কনস্ট্রাকশন অব কোরস অব মিলিটারি পুলিশ অ্যান্ড স্কুল অ্যাট সাভার ক্যান্টনমেন্ট প্রকল্প, এর ব্যয় ৮৮ কোটি ৫৬ লাখ টাকা। হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্প, এর ব্যয় ২১৭ কোটি ৬০ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগর এলাকায় মেঘনা নদীর বামতীরে প্রতিরক্ষামূলক কাজ প্রকল্প, এর ব্যয় ৩৬ কোটি ৪৯ লাখ টাকা। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটে গুঁড়ো দুগ্ধ কারখানা স্থাপন প্রকল্প, এর ব্যয় ৭৪ কোটি ৮০ লাখ টাকা।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৫/হাসান/ইভা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়