ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৭২২৩

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৭২২৩

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃহস্পতিবার সারাদেশে অনুপস্থিত ছিলেন ৭ হাজার ২২৩ জন। এছাড়া বহিষ্কার হয়েছে ১১জন পরীক্ষার্থী  ও একজন পরিদর্শক ।

 

বৃহস্পতিবার ইসলাম শিক্ষা, ফিকহ ও উসুলুর ফিকহ (মাদ্রাসা) ও পদার্থ বিজ্ঞান-২ (কারিগরী) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ১০ বোর্ডের অধীনে ৩ হাজার ২১৩ কেন্দ্রে পরীক্ষা হয়। ১১ ফেব্রুয়ারি ১৫ লাখ ০১ হাজার ৮২৮ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্ত অংশ নিয়েছে ১৪ লাখ ৯৪ হাজার ৬০৫ জন। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৪৮ শতাংশ।

 

নিয়ন্ত্রণকক্ষ থেকে আরো জানানো হয়, ঢাকা বোর্ডের ৮৮৬,  চট্টগ্রাম বোর্ডের ২৯৩, রাজশাহী বোর্ডের ৩৬০,  বরিশাল বোর্ডের ২২৯,  সিলেট বোর্ডের ২৩৯, দিনাজপুর বোর্ডের ২২০,  কুমিল্লা বোর্ডের ৩৮৬, যশোর বোর্ডের ৪২১, কারিগরী বোর্ডের ৯৫৭ ও  মাদ্রাসা বোর্ডের ৩২২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

 

এ বছর মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫৫৩ জন। ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/আরিফ সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়