ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। 

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা, বিশৃঙ্খলা করছে এবং সেটা সরকারের ওপর দোষ চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায়। তারা এখন জামায়াত ও স্বাধীনতাবিরোধীদের ফ্লাটফর্মে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট) নির্বাচনের ভরাডুবি হবে বুঝতে পেরে সমগ্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্ট করছে। বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের প্রতি আমাদের আহ্বান বিশৃঙ্খলা, মিথ্যাচার না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করুন।’




রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়