ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঐক্যের আমেরিকা গড়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐক্যের আমেরিকা গড়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ঐক্যের আমেরিকা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় এক কনসার্টে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে অনুষ্ঠিত কনসার্টে দেওয়া ভাষণে ট্রাম্প পরিবর্তনেরও অঙ্গীকার করেছেন।

এর আগে ট্রাম্প আর্লিংটনের জাতীয় সমাধিতে মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

কনসার্টের শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেছেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। আমরা আমেরিকাকে আমাদের সব জনসাধারণের জন্য মহান করতে যাচ্ছি, প্রত্যেকে,সারা দেশের প্রত্যেকটি লোক, যাদের মধ্যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোও রয়েছে।’

ভোটারদের ভুলে যাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘ তারা আমাদের সম্পর্কে অনেক কিছুই ভুলে গেছে। নির্বাচনী প্রচারণার সময়, একে ভুলে যাওয়া নারী, ভুলে যাওয়া পুরুষ হিসেবে আখ্যা দিয়েছিলাম। আপনারা আর কখনোই স্মৃতির আড়ালে হারিয়ে যাবেন না।’

ফের চাকরির বাজার সৃষ্টি , সামরিক বাহিনীকে সমৃদ্ধ  এবং সীমান্তে শক্তি বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘অনেক অনেক দশক ধরে আমাদের দেশের জন্য যা করা হয়নি, আমরা তা করতে যাচ্ছি। পরিবর্তন আসছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরিবর্তন আসছে।’

প্রসঙ্গত, ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নেবেন ট্রাম্প। স্থানীয় সময় বিকেল ৫টা এ শপথ অনুষ্ঠান হবে।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়