ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাঙ্গাকারা-সাঈদ আনোয়ারকে ছাড়িয়ে তামিম

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাঙ্গাকারা-সাঈদ আনোয়ারকে ছাড়িয়ে তামিম

ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচেই কুমার সাঙ্গাকারাকে ছুঁয়েছিলেন। লঙ্কান গ্রেটকে এবার তাকে ছাড়িয়েও গেলেন তামিম ইকবাল। বাংলাদেশের সেরা ওপেনার ছাড়িয়ে গেলেন পাকিস্তানি গ্রেট সাঈদ আনোয়ারকেও।

 

ওয়ানডে ক্রিকেটে একক কোনো ভেন্যুতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিম ইকবালের।

 

শনিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তামিমের রান ছিল ২১৫৬। কলোম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে ২১৫৬ রান সাঙ্গাকারারও।

 

তবে গড়ে তামিমের থেকে এগিয়ে ছিলেন ২০১৫ বিশ্বকাপে ওয়ানডেকে বিদায় বলা সাঙ্গাকারা। আগফানিস্তানের বিপক্ষে রানের খাতা খুলতেই সাঙ্গাকারাকে ছাড়িয়ে যান তামিম।

 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২১৭৯ রান নিয়ে এ তালিকায় এতদিন তিনে ছিলেন সাঈদ আনোয়ার। তামিম ২৪ রানে পৌঁছানোর পর ছাড়িয়ে গেছেন সাঈদ আনোয়ারকেও।

 

তামিমের ওপরে আছেন কেবল ইনজামাম-উল-হক ও সনাৎ জয়াসুরিয়া। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৫১৪ রান করে সবার ওপরে জয়াসুরিয়া। শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৪৬৪ রান করে জয়াসুরিয়ার পরে আছেন ইনজি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়