ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সিলেট : রোগীর স্বজনদের সঙ্গে বাদানুবাদকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সন্ধ্যায় তারা এই ধর্মঘটের ডাক দেন।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোমা আক্তার ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। বুধবার দুপুরে তার প্রসব ব্যথা উঠলে সঙ্গে থাকা ভাই তামিমসহ অন্য স্বজনরা চিকিৎসকদের ডাকতে যান। এ সময় দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক তামান্না জান্নাত রিমুর সঙ্গে তাদের বাদানুবাদ হয়।

 

বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যা থেকে ওসমানী হাসপাতালে ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।

 

এ ব্যাপারে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাজহারুল হক অমিত বলেন, সোমা আক্তারের ভাই তামিম ও বোন পান্নাসহ অন্যরা বাইরের সন্ত্রাসী নিয়ে এসে ডাক্তার তামান্নার ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

 

তবে ভিন্ন কথা বলছেন রোগী সোমা আক্তারের ভাই তামিম। তিনি বলেন, আমরা ডাক্তার ডাকতে গেলে কর্তব্যরত তামান্না জান্নাত দুর্ব্যবহার করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইন্টার্ন ডাক্তাররা আমাদের ওপর হামলা চালায়।

 

 

রাইজিংবিডি/সিলেট/১০ ফেব্রুয়ারি ২০১৬/রফিকুল ইসলাম কামাল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ