ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১১ নৌকা ও ১৯ জন রোহিঙ্গাকে ফেরত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ নৌকা ও ১৯ জন রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশে অনুপ্রবেশের রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা ও ১৯ রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 

বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টার দিকে নাফ নদীর চারটি পয়েন্ট ও উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট তাদের ফিরিয়ে দেওয়া হয়।

 

টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবশের সময় নাফ নদীর জলসীমার চারটি পয়েন্টে রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

 

কক্সবাজার বিজিবি-৩৪-এর অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, গত এক মাসে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৪৭৪ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বিজিবি। আর টেকনাফের নাফ নদী থেকে গত এক সপ্তাহে ফেরত পাঠানো হয়েছে রোহিঙ্গা বহনকারী প্রায় ৬০টি নৌকা।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১ ডিসেম্বর ২০১/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়