ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু ১ সেপ্টেম্বর

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৩ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু ১ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক : দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।’

 

ইমোগো স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই আয়োজন মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। ছয়টি দলের অংশগ্রহণে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালটি হবে দিবা-রাত্রীর। প্রতিটি ম্যাচ হবে ২৫ ওভারের।

 

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্পনসর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে আয়োজকরা।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের তিন প্রাক্তন অধিনায়ক ও প্রতিযোগিতার কনভেনার আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।

 

walton

 

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান বলেন, ‘আমাদের ক্রিকেটের সোনালি দিন যারা রচনা করেছেন, যারা ভিত্তি গড়ে দিয়েছেন- সেই মানুষগুলো বর্তমান প্রজন্মের কাছে অচেনা হয়ে আছে। যারা ক্রিকেট কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেকেই চিনে। কিন্তু অধিকাংশই বর্তমান প্রজন্মের কাছে অচেনা। অথচ তাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট আজকের জায়গায় এসেছে।’

 

‘ওয়ালটন যখন ক্রিকেট কার্নিভালের প্রস্তাব পায়, তখন এর সঙ্গে যোগদানের জন্যে দ্বিতীয়বার চিন্তা করেনি। আমাদের গৌরবের সবচেয়ে বড় জায়গা হলো ক্রিকেট, এতে কোনো সন্দেহ নেই। ক্রিকেটের সোনালি দিনের ভিত্তি যারা গড়েছেন- তাদের একত্রিত করাই ক্রিকেট কার্নিভাল। এর মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষগুলো একত্রিত হবে। আমরা আমাদের সোনালি সময়টাকে ফিরিয়ে আনতে পারব।’

 

walton

 

এ ছাড়া ক্রিকেট কার্নিভালে ক্রীড়া সাংবাদিক ও ফটোজার্নালিস্টদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘দেশের ক্রিকেটের ভিত গড়ে দেওয়ার জন্যে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়া সাংবাদিক ও ফটোজার্নালিস্টদের অবদান রয়েছে। এজন্য এ কার্নিভালের মাধ্যমে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

জাতীয় দল, এ-দল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিবেন।

 

walton

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স, রেনেসা রাজশাহী মাস্টার্স।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৬/ইয়াসিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়