ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন ম্যান অব দ্য সিরিজ লিজলি লি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ম্যান অব দ্য সিরিজ লিজলি লি

ক্রীড়া প্রতিবেদক : ২২ গজের ক্রিজে তার উপস্থিত থাকা মানেই সমর্থকদের স্বস্তি। ব্যাট থেকে বড় রান আসা এখন অতি সাধারণ ঘটনা। এছাড়া তিনি তো শুধু নিজের রানটা করেই খেলা ছাড়েন না, দলকে জিতিয়ে কাজ শেষ করেন।  এবারও তার ব্যতিক্রম হয়নি। বলছি দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওপেনার লিজলি লি’র কথা।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটের লড়াইয়ে আলাদা করে নজর কেড়েছেন উইকেট রক্ষক এ ওপেনার। বাংলাদেশকে একাই হারিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। লিজলি লি পাঁচ ম্যাচে রান করেছেন ২৬৮ রান। গড় রান ৫৩.৬০। সর্বোচচ রান ৮৭। পাঁচ ম্যাচের দুটিতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে ২৪ বছর বয়সি এ ক্রিকেটারের হাতে। ১০৭ রান কম করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন মিগনন ডি প্রিজ।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে তার ইনিংসগুলো ছিল এরকম, ৮৭, ৭০, ৪৬, ২৮, ৩৭। ১৩৬.৭৩ স্ট্রাইক রেটে এ রান করেন লি। ৩৯ বাউন্ডারির পাশাপাশি হাওয়ায় ভাসিয়ে বল মাঠের বাইরে পাঠিয়েছেন ৮ বার। অসাধারণ পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন লি। পুরস্কার হিসেবে লি পেয়েছেন জনপ্রিয় ওয়ালটন ব্র্যান্ডের একটি ল্যাপটপ।   

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক
 

 নাম

 দল

 রান

 গড়

 চার

 ছয়

 লিজলি লি

 দক্ষিণ আফ্রিকা

 ২৬৮

 ৫৩.৬০

 ৩৯

 ৮

 মিগনন ডি প্রিজ

 দক্ষিণ আফ্রিকা

 ১৬১

 ৫৩.৬৬

 ১৪

 ০

 অন্দ্রে স্টেইন

 দক্ষিণ আফ্রিকা

 ১৫৭

 ৩১.৪০

 ১১

 ০

 রুমানা আহমেদ

 বাংলাদেশ

 ১৪২

 ২৮.৪০

১৩

 ১

 নিগার সুলতানা

 বাংলাদেশ

 ১১১

 ২৭.৭৫

 ৯

 ১

 শারমীন আক্তার

 বাংলাদেশ

 ১১১

 ২২.২০

 ১৫

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়