ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন রেটিং দাবার শীর্ষে আব্দুল্লাহ আল রাকিব

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন রেটিং দাবার শীর্ষে আব্দুল্লাহ আল রাকিব

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক : দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫’।

 

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। চার জন খেলোয়াড় ৬ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

 

এরা হলেন- লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, তিতাসের গোলাম মোস্তফা ভূঁইয়া ও ফায়ার-সার্ভিসের মোহাম্মদ এনায়েত হোসেন। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ফয়সাল হোসেন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বৃহস্পতিবার দাবা কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় রাকিব মাহতাবউদ্দিন আহমেদ রবীনকে, এনায়েত ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, পরাগ মো. মুুজিবুর রহমানকে, জাবেদ রবিউল ভূঁইয়াকে, মোস্তফা গোলাম রসুল ভূঁইয়াকে ও ফয়সাল হোসেন মো. মতিউর রহমান মামুনকে পরাজিত করেন। সায়মন সিদ্দীকুর রহমান উতেনের সাথে ড্র করেন। শুক্রবার সকাল দশটা হতে একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়