ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটনকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য মাহমুদউল্লাহর

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন রিয়াদ। ১১তম বিশ্বকাপের সফল মিশনের পর দুদিন ধরে কঠোর অনুশীলন করছেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের পারফরমেন্স ধরে রেখে এবার ওয়ালটনকে চ্যাম্পিয়ন করা তার লক্ষ্য। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা জানান রিয়াদ। রাইজিংবিডির পাঠকদের জন্য মাহমুদউল্লাহর সাক্ষাৎকারটি তুলে ধরা হলো :

প্রশ্ন : বিশ্বকাপের সেরা পারফরমারের এই টুর্নামেন্টে লক্ষ্য কী?
মাহমুদউল্লাহ রিয়াদ : বিশ্বকাপ আমার জন্য শেষ। এখন ওটা নিয়ে চিন্তা করা যাবে না। ওটা অতীত। এখন বিসিএল নিয়ে চিন্তাভাবনা। এখানে ভালো পারফরম করতে হবে। দলকে চ্যাম্পিয়ন করতে হবে। 

প্রশ্ন : ওয়ালটন সেন্ট্রাল জোন দলটিকে কেমন মনে হচ্ছে?
মাহমুদউল্লাহ রিয়াদ : আমার মনে হচ্ছে ওয়ালটন দলটা টুর্নামেন্টের সেরা দল। ঢাকা বিভাগ ও ঢাকা সেন্ট্রাল জোন মিলিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন। অলরাউন্ডারিং কম্বিনেশনে দলটিকে এগিয়ে রাখব। কিন্তু মাঠে পারফরম করতে হবে। চারটি দলই ভালো। তবে যে দল মাঠে পারফরম করবে এবং চাপ নিয়ে পারফরম করতে পারবে, সে দলই জিততে পারবে।

 

 

 



রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৫/ইয়াসিন/সুমন/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়