ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়েজ বোর্ডের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছেন সাংবাদিকরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েজ বোর্ডের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজ বোর্ড নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। খুব শিগগির এ দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামবেন সাংবাদিকরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি আদায়ে সারা দেশে সভা-সমাবেশ শেষ করা হবে। আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সকল সাংবাদিক ফোরাম আলোচনায় বসবে। তারপর সবার সম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনে নামা হবে।’

‘আমাদের দাবি এখন তথ্যমন্ত্রীর কাছে নয়। তিনি কথা দিয়ে কথা রাখেননি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী দেশে আসলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন,’ বলেন তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের ওপর ভর করে নিজের শক্তির মহড়া দেখাচ্ছেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না। আপনার প্রথম বক্তব্য হওয়া উচিত ছিল সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলা। অথচ আপনি নবাবদের সঙ্গে মিলে ষড়যন্ত্র শুরু করেছেন। যতই বৈঠক করুন, সাংবাদিকদের দাবিয়ে রাখতে পারবেন না।।আপনাকে অনেক সময় দিয়েছি। আর সময় দেওয়া হবে না। তীব্র আন্দোলনে আপনাকে পদত্যাগে বাধ্য করা হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘আমরা তথ্যমন্ত্রীকে আর কোনো আল্টিমেটাম দেব না। তার বৈজ্ঞানিক ষড়যন্ত্র শক্তিশালী নাকি আমাদের আন্দোলন শক্তিশালী, আমরা সেটি দেখব। তার সব কার্যকলাপ আমাদের জানা আছে। তার বিরুদ্ধে এখনো আমাদের কলম যায়নি। আমরা তার কাছে ওয়েজ বোর্ড চাই না। আপনাকে হুজুর, হুজুর করার দিন শেষ। আপনি প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করতে হবে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও তথ্যমন্ত্রী নানা ষড়যন্ত্র করছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি মেনে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে শরিক হব।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী বলেন, ‘অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। এ ওয়েজ বোর্ডের আওতায় অনলাইন ও টেলিভিশন মিডিয়াকে নিয়ে আসতে হবে। যদি দাবি মানা না হয় অবিলম্বে তথ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ বলেন, ‘এভাবে দাবি আদায় হবে না। কঠোর আন্দোলন করে সেটি বাস্তবায়ন করতে হবে। তবেই দাবি আদায় হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তরিক আছেন। অথচ কোন নবাবদের সঙ্গে বৈঠক করে তথ্যমন্ত্রী নানা তালবাহানা করছেন, সেটি আমাদের জানা আছে। নবাব কারা সেটিও আমাদের জানা আছে। তাদের কথায় সাংবাদিকরা চলে না। তাদের সঙ্গে আঁতাত করে লাভ নেই।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবে ফিরে আসে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফুল/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়