ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কনসার্ট থামিয়ে আতিফের প্রতিবাদ (ভিডিও)

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কনসার্ট থামিয়ে আতিফের প্রতিবাদ (ভিডিও)

আতিফ আসলাম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বিশ্বে তার কোটি কোটি ভক্ত রয়েছে, যারা তাকে আদর্শ মনে করেন। সম্প্রতি এ তারকা এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি সকলের কাছে অবশ্যই প্রশংসার দাবিদার।

সাধারণত খোলা জায়গায় কনসার্টে নারী শ্রোতাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ইভ-টিজিংয়ের বিষয়টি প্রতিনিয়তই ঘটে। কনসার্টে তেমনি একটি ইভ টিজিংয়ের ঘটনা থেকে একটি মেয়ে উদ্ধার করেন আতিফ। পাশাপাশি তিনি বিষয়টির প্রতিবাদও করেন।

গত শনিবার পাকিস্তানের করাচিতে একটি কনসার্টে গান পরিবেশন করছিলেন আতিফ। মাঝপথে গান থামিয়ে দেন তিনি। এরপর দর্শকের দিকে এগিয়ে এসে তিনি কয়েকজন ইভ টিজারের হাত থেকে একটি মেয়েকে উদ্ধার করেন।

তিনি ইভ টিজারদের উদ্দেশ্যে রাগান্বিত হয়ে বলেন, ‘তোমরা কখনো মেয়ে দেখ নি? তোমার মা অথবা বোন ওই মেয়ের জায়গায় থাকতে পারত। মানুষের মতো আচরণ কর।’

এরপর তিনি তার দেহরক্ষীকে নির্দেশ দেন ওই ইভ টিজারদের মাঝ থেকে মেয়েটিকে সরিয়ে নিতে। তারপর তিনি আবার কনসার্ট শুরু করেন।

দেখুন : আতিফ আসলামের কনসার্টের ভিডিও

 


 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়