ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কপিল বাড়ৈ হত্যায় গ্রেপ্তার ১

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কপিল বাড়ৈ হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : কপিল বাড়ৈ হত্যার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত মো. নাজমুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

 

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান ডিএমপি উপকমিশনার (মিডিয়া)  মাসুদুর রহমান।

 

তিনি বলেন, ‘বুধবার রাতে সিলেটের শাহ পরান থানার মুরাদপুর এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’

 

তিনি আরো বলেন, ‘কপিল ও নাজমুল পূর্বপরিচিত ছিলেন। কপিলের পারিবারের কাছ থেকে অর্থ আদায়ের জন্য নাজমুল তাকে অপহরণ করে। অপহরণের পর তাকে বারিধারার জে-ব্লকের নির্মাণাধীন একটি বাড়িতে রাখা হয়। টাকা না পেয়ে ওই ভবনে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে সেপটিক ট্যাংকে ডুবিয়ে তার লাশ গুম করার চেষ্টা চালানো হয়।’

 

মাসুদুর রহমান বলেন, ‘ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী কপিল বাড়ৈ গত ১৮ ডিসেম্বর অপহণের শিকার হন। ওই দিনই তার বাবা রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতে এ ঘটনায় ডিবি ছায়া তদন্তে নেমে নাজমুলকে গ্রেপ্তার করে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৬/আহমদ নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়