ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কবি আবুল হোসেনের প্রতি শ্রদ্ধা

জোবায়ের মিলন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৮ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবি আবুল হোসেনের প্রতি শ্রদ্ধা

নববসন্তের কবি আবুল হোসেন। অলংকরণ : অপূর্ব খন্দকার

চেয়েছিলাম আরও কিছু শব্দ
(নববসন্তের কবি আবুল হোসেনর প্রতি শব্দশ্রদ্ধা)

থাকতে আসেননি। আমরাও রেখে দেব চিরদিন এমনটি বলিনি
চেয়েছিলাম আরও কিছু শব্দ উপহার
সহজ সরল, মাটির মতো জলের মতো, মাঠের মটরশুটির মতো
নদীর মৃদু ঢেউ আর সাগর নীলের মতো
ফেনিল অথবা ফেনাময়
কিংবা গাঙচিলের মতো চঞ্চল, চলিষ্ণু মেঘের মতো প্রবাহমান।
দু:খটা নীরব সঙ্গি ছিল বটে, নীরব ছিল পা
তার ভিতর ছিল পৃথিবীকে দেখা
শরীরে ছিল রবীন্দ্র নজরুল বুদ্ধ জসিম
দীর্ঘ পথের গন্ধ
তার থেকে পেয়েছি আমরা নানান আয়োজন
বিয়োজন না হলে এখনই কী হতো তেমন?
চিরদিন দান চাইনি
চেয়েছিলাম আরও কিছু শব্দ, কর্ষিত বাক্য উপহার
জোছনার মতো, গোলাপের মতো
বিরহী বধূর নোলকের মতো
কান্না অথবা হাসির মতো
ভোরের মতো দীপ্তপ্রাণ. .
পূর্ণ হলো না চাওয়া
চোখ জোড়া ঘোলা করে উঠে গেলেন শেষ ট্রামে, গন্তব্যে
পাছে রইল পড়ে অগুণতি ব্যথার পরাগ . .

কবি : জোবায়ের মিলন


রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৪/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়