ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কলম্বিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলম্বিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার উত্তরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। মঙ্গলবার সকালে অ্যান্টিওকিউয়া প্রদেশের ককেশিয়া শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এমআই-১৭ হেলিকপ্টারটিতে ১০ আরোহী ছিল। এদের মধ্যে আটজন সেনা সদস্য ও দুজন বেসামরিক নাগরিক ছিলেন। স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে হেলিকপ্টারটি ককেশিয়া শহর থেকে ফেরার পথে বিধ্বস্ত হয়। নিখোঁজ তিন আরোহী সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। সাতজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন। ওই অঞ্চলে পরিদর্শণ শেষে তারা ফিরে আসছিলেন।

চতুর্থ ব্রিগেডের কমান্ডার জেনারেল হুয়ান কার্লোম রেমিরেজ ট্রুজিলো বলেছেন, দুর্ঘটনাস্থলের আবাহাওয়া পরিস্থিতি সংকটপূর্ণ। তবে এরপরও নিখোঁজদের খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়