ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাঁদছে ইতালি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৭ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁদছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে যারা মারা গেছেন, তাদের শেষকৃত্য করা হচ্ছে। কাঁদছে ইতালি।

 

বুধবারের ভূমিকম্পের শিকার হয়ে প্রাণ গেছে ২৯০ জনের। বেশির ভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সমাহিত করা হচ্ছে।

 

শনিবার অ্যাসকোলি পিসেনো অঞ্চলের রাজধানী আরকুয়াতা শহরের একটি হলরুমে একসঙ্গে ৩৫ মরদেহের শেষকৃত্য করা হয়েছে। মেঝেতে সারিবদ্ধভাবে কফিনগুলো রাখা হয়। এর মধ্যে দুটি কফিনে দুজন শিশুর মরদেহ ছিল।

 

বুধবারের ভূমিকম্পে ইতালির মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকার জনবসতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারাভিযান শেষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে।

 

আরকুয়াতায় শেষকৃত্যে অংশ নেন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এবং প্রেসিডেন্ট সার্জিও মাত্তিরেলা। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বুধবার ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এরপর প্রায় ৯০০টি পরাঘাত (আফটার শক) হয়েছে। ইতালিজুড়ে এখনো ভূমিকম্পের আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে চলছে মারা যাওয়া স্বজনদের সমাহিত করার প্রক্রিয়া।

 

এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাত্রিস শহর। অধিকাংশ স্থাপনা গুঁড়িয়ে গেছে। শুধু এ শহরে মারা গেছে ২০০ জন। এ ছাড়া অ্যাকুমোলি এবং আরকুয়াতা শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শহরগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়