ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাজী জাহিদুল ইসলাম-এর কবিতা

কাজী জাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৯ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাজী জাহিদুল ইসলাম-এর কবিতা

অলংকরণ : অপূর্ব খন্দকার

শিল্প

সেদিন যখন তোমার শিল্প দেখছিলাম অবাক দৃষ্টিতে
সৃষ্টিতে স্রষ্টার প্রশংসা করেছিলাম খুব
মন ভিজে একাকার হয়েছিলাম রূপের বৃষ্টিতে
কৃষ্টিতে এতোকিছু নিয়েছে যে পিছু যেন তার কারণ
বারণ ছাড়া প্রথমবার ভিজেছি যেন উষ্ণ ঝরনার কুসুম জলে
চলে সে জলে অদৃশ্য মোহের স্নান তারপর অন্য কাজ
আজ দ্বিতীয়বার ভিজেছি যেন শীতল ঝরনার বরফগলা জলে
ছলেবলে বুকের ভেতর দেখো এখন বাজে জান্নাতী আওয়াজ
আজ যা চেয়েছি তাই পেয়েছি হৃদয় গেছে ভরে
ওরে হৃদয় মাঝে ঠাঁই দিয়েছি তাকে প্রণাম করে।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৪/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়