ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৪

সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ২৫ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলে দি আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

 

এদের মধ্যে সাত ছাত্র ও দুজন হামলাকারী রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

 

পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ও পরে গুলি ছুড়ে হামলা চালায় বন্দুকধারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর তখন অনেক বিদেশি কর্মী ও শিক্ষার্থী ছিল।

 

হামলার পর রাতভর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিক্ষিত গুলির শব্দ শোনা যায়। পরে ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চালায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই অনেক ছাত্রকে আতঙ্কে দিগ্বিদিক ছুটতে দেখা যায়।

 

কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান রাহিমি জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন ছাত্র, তিনজন পুলিশ, দুজন নিরাপত্তারক্ষী ও দুজন হামলাকারী রয়েছেন।

 

Afganistan

 

আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ হামলায় হতাহতদের মধ্যে কোনো বিদেশি নেই।

 

আফগানিস্তানের শীর্ষস্থানীয় এক মন্ত্রী জানান, হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ভবনটি ঘিরে ফেলে এবং পরে অভিযান চালিয়ে দুই বন্দুকধারীকে হত্যা করে।

 

অভিযান সমাপ্তির কথা নিশ্চিত করে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযান শেষ। কমপক্ষে দুজন হামলাকারী মারা গেছে।’

 

Afganistan

 

কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফ্রাইদুন ওবায়দি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশ ৭০০ থেকে ৭৫০ শিক্ষার্থীকে উদ্ধারে সমর্থ হয়েছে।

 

চলতি মাসে ওই বিশ্ববিদ্যালয়ে এটি দ্বিতীয় হামলা। এ বিশ্ববিদ্যালয়ে সাধারণত আফগানিস্তানের এলিট শ্রেণির লোকজনের সন্তানেরা পড়াশোনা করে।

 

তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স অনলাইন

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৬/সাইফুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়