ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কারাগার থেকে মুক্তি পেলেন ১০ শিক্ষার্থী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাগার থেকে মুক্তি পেলেন ১০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ১০ শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, জামিননামা হাতে পাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় অনেকের স্বজন সেখানে উপস্থিত ছিলেন।

কারাগার থেকে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারুক হাসান, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের (এমবিএ) শেষ বর্ষের ছাত্র রাশেদ খান, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মশিউর রহমান, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তারিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র সাইদুর রহমান, ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, গাজীপুর ভাওয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র জসিমউদ্দিন আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র সোহেল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র মাসুদ সরদার।




রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়