ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৬ জন।

শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
 


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ভোরে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রো বাস (ঢাকা-মেট্রো-চ-৫৩-০২৬৩) ঘটনাস্থলে আসলে, পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রো বাসচালক মোশাররফ হোসেন মুসা ও যাত্রী চাপাইনবাবগঞ্জের সুজনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল (৪৫) সহ ২ জন নিহত হন। এই ঘটনায় আহত হয় মাইক্রোবাসের আরো ৬ যাত্রী।

আহতদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।




রাইজিংবিডি/টাঙ্গাইল/২৩ ফেব্রুয়ারি ২০১৯/শাহরিয়ার সিফাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়