ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কালিয়াকৈরে কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ২৭ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিয়াকৈরে কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ  ৫

অলংকরণ : অপূর্ব খন্দকার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড নামের একটি কারখানায় সোমবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত পাঁচজন।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, সকাল সোয়া ৬টার দিকে পাশের লাকড়ির চুলা থেকে কারখানার গ্যাসের কম্প্রেসার রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছে শুনেছি।

 

ওই কারখানার পাশের  ইন্টার স্টপ এ্যাপারেলন্সের কর্মী হারুন অর রশিদ জানান,  আগে ওই কারখানার নাম ছিল এ্যাপেক্স টেরি টাওয়েল লিমিটেড। বর্তমানে কারখানাটির নাম মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড। সকালে আগুনে দুলাল (২৫) ও আওয়ালসহ (৩০) পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ গাজীপুর/২৭ এপ্রিল ২০১৫/হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়