ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবিতে ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

আশরাফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৪ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

 

বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস ক্রীড়া-উপ কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী বুধবার পর্যন্ত চলবে। এবার প্রতিযোগিতার মধ্যে রয়েছে একক ও দ্বৈতভাবে দাবা, ক্যারম, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন। ৭টি ইভেন্টে বত্রিশটি বিভাগের ২৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডোর গেমস ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, গ্রন্থাগারিক মো. এনামুল হক, শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৬/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়