ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুষ্টিয়ায় পাঁচ ভারতীয় নাগরিক আটক

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় পাঁচ ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া এলাকার সীমানা পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার শিবরামপুর কার্তিনপাড়া গ্রামের হজিমুদ্দিন (২৫), একই গ্রামের মজিবুল ইসলাম (২২), ঝন্টু শেখ (২০), মিজানুর রহজমান (১৮) ও রিন্টু শেখ (২০)।

বিজিবির চিলমারী ক্যাম্পের কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, ওই ৫ জন ভারতীয় নাগরিক চল্লিশপাড়া সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে চরচিলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফকে চিঠি পাঠায় বিজিবি। পরে বিকেলে চিলমারীর চল্লিশপাড়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফ আটককৃতদের ফিরিয়ে নিতে অসম্মতি জানায়। এজন্য আটককৃতদের সন্ধ্যায় দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে আসতেন বলে জানা গেছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ জানুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়