ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কেমন যাবে আপনার এ সপ্তাহ

ফজলে আজিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১০ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেমন যাবে আপনার এ সপ্তাহ

লাইফস্টাইল ডেস্ক : বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র সহায়তায় চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

 

চলুন জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার কর্মব্যস্ততা বাড়তে পারে। যৌথ প্রচেষ্টায় কোনো কাজে অংশ নিতে পারেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা হতে পারে। ভ্রমণ হতে পারে। আর্থিক সংকটে পড়তে পারেন। আর তাই ব্যয় করুন বুঝে শুনে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কোনো প্রকল্প থেকে লাভবান হতে পারে। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ক্রীড়াবিদদের জন্য সময়টি বেশ ভালো যেতে পারে। সন্তান সম্পর্কিত চিন্তা বাড়তে পারে। খেয়ালীপনার জন্য কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। গোপন কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন।

 

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আপনার বুদ্ধি ও কৌশল জীবনে চলার পথে এগিয়ে রাখবে। কেউবা ভূমি কিংবা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে জটিলতা দেখা যেতে পারে। কোনো ধরনের বিতর্কে না জড়ালেই ভালো করবেন। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়িদের লাভের পাল্লা ভারী হতে পারে।

 

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): ছোট ভাই কিংবা বোনকে নিয়ে চিন্তিত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যোগাযোগমূলক কাজে সাফল্য ও ব্যস্ততা বাড়তে পারে। আপনাকে সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। সরকারি। কোনো কাজে বিড়ম্বনায় পড়তে পারেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে।

 

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আপনার আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাওয়ার কথা নয়। সন্তানের অসুস্থতার খবর আপনার চিন্তার কারণ হতে পারে। উর্ধ্বতন মহলে যোগাযোগ বাড়তে পারে। সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।

 

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনি মানসিকভাবে বেশ প্রাণবন্ত থাকবেন। কেউবা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনার হাতে নগদ প্রবাহ বাড়তে পারে। পরিবারে অশান্তি তৈরি হতে পারে এমন কথা বলা থেকে বিরত থাকুন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ ঝুকিঁপূর্ণ। বিশেষ করে মাতৃস্বাস্থ্যের খবর নিন।

 

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আপনি মানসিকভাবে বেশ প্রাণবন্ত থাকবেন। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কোনো বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়তে পারেন। ব্যয় বাড়তে পারে। অসুস্থ কাউকে দেখতে যাওয়ার প্রয়োজন হতে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। ঋণ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন।

 

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আপনার কাজে জটিলতার অবসান হতে পারে। আপনি ধীরে ধীরে সাফল্যের পথে অগ্রসর হবেন। সঞ্চয়ের প্রবণতা বাড়তে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। পাওনা অর্থ আদায় হতে পারে। বয়স্ক কারও দিকনির্দেশনা কিংবা সহযোগিতা পেতে পারেন।

 

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ঝুলে থাকা কাজ সম্পন্ন হতে পারে। পেশাগত কাজে ব্যস্ততা বাড়তে পারে। আপনার ওপর কোনো দায়িত্ব অর্পন করা হতে পারে। মেজাজ খুব একটা ভালো নাও থাকতে পারে। মানসিক অস্থিরতা ও ব্যয় বাড়তে পারে। অসতর্কতা দুর্ঘটনার কারণ হতে পারে। কারও চিকিৎসায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে।

 

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): উচ্চ শিক্ষার্থে ব্যস্ততা বাড়তে পারে। কেউবা তীর্থ ভ্রমণে যেতে পারেন। আধ্যাত্বিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত পদোন্নতি কিংবা বদলির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন।

 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনার ব্যস্ততা বাড়তে পারে। কাজে পরিপূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। প্রবাস থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ধর্মীয় কোনো আলোচনায় অংশ নিতে পারেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়তে পারে। আপনার কোনো কাজে জটিলতার অবসান হতে পারে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): যৌথ প্রচেষ্টায় কোনো কাজে অংশ নিতে পারেন। কোনো ধরনের চুক্তি হতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। যোগাযোগমূলক কাজে জটিলতা দেখা যেতে পারে। যারা বিদেশ যেতে চান তাদের চেষ্টা সফল হতে পারে। কারও ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হতে পারে। আধ্যাত্বিক জ্ঞান লাভের সুযোগ পেতে পারেন। পেশাগত কাজের চাপ বাড়বে।

 

কোষ্ঠী, ঠিকুজি, পাত্র/পাত্রী মিলন চক্র, সংখ্যাতত্ব, গ্রাফোলজি, হস্তরেখা কিংবা জ্যোতিষশাস্ত্র বিষয়ক যে কোনো পরামর্শের জন্য নাম, জন্মতারিখ ও সময়, জন্মস্থান ও বর্তমান স্থানের নাম উল্লেখ করে ইমেইল করুন [email protected] ঠিকানায়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়