ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোন দেশে কী পরিমাণ সোনা মজুদ আছে

লোকমান বিন নুর হাসেম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২৯ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোন দেশে কী পরিমাণ সোনা মজুদ আছে

ফাইল ফটো

লোকমান বিন নূর হাশেম, সৌদি আরব :  বিশ্বর বৃহত্তম বাণিজ্যিক উপাদান সোনা। এর মওজুদের ওপর নির্ভর করে সে দেশের মূদ্রার মূল্য নির্ধারণ করা হয়। দেশের অর্থনৈতিক উন্নতি-অবনতিও এই সোনার ওপর নির্ভরশীল।

 

গোটা বিশ্বে যেসব দেশে বেশি সোনা মজুদ রয়েছে তাদের মধ্যে এক নম্বর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে ৮ হাজার ১৩৩ টন সোনা মজুদ আছে। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তাদের সোনার পরিমাণ ৩ হাজার ৩৮৪ টন। তবে জার্মানি তাদের এক তৃতীয়াংশ সোনা নিজ দেশে রাখে। ৪৫ শতাংশ রাখে যুক্তরাষ্ট্রে, ১৩ শতাংশ লন্ডনে এবং বাকি ১১ শতাংশ রাখে ফ্রান্সে।
এই তালিকায় বেশি সোনার মালিক তৃতীয় কোনো রাষ্ট্রের নাম নয়, তৃতীয় স্থানে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএম) এই আর্থিক সংস্থা ২ হাজার ৮১৪ টন সোনার মালিক।

 

২ হাজার ৪৫১ টন সোনা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইতালি। পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স; দেশটিতে ২ হাজার ৪৩৫ টন সোনা রয়েছে। ১ হাজার ৯৪ টন সোনার মালিক রাশিয়ার অবস্থান ৬ষ্ঠ।

 

সপ্তম স্থানে রয়েছে চীন। দেশটিতে ১ হাজার ৫৪ টন সোনা রয়েছে। ১ হাজার ৪০ টন সোনার মালিক সুইজারল্যান্ড রয়েছে তালিকার অষ্টম স্থানে।

 

(প্রতিবেদনটি উর্দূ পত্রিকা ‌‘রোজ নামাহ পাকিস্তান` থেকে অনূদিত)

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৫/লোকমান বিন নুর হাসেম/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়