ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যালিফোর্নিয়া : ডোনাল্ডের নাকি হিলারির ‘ট্রাম্প কার্ড’?

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যালিফোর্নিয়া : ডোনাল্ডের নাকি হিলারির ‘ট্রাম্প কার্ড’?

সাইফুল আহমেদ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ রাজ্যের ভোটগ্রহণ শেষে ফল পাওয়া গেছে। তবে এখনো ভোটগ্রহণ চলছে সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়া রাজ্যে। চলবে বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত।

 

ইতিমধ্যে প্রাপ্ত ৪১টি রাজ্যের ফলে দেখা গেছে রিপাবলিকান পার্টি প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন ২৫ রাজ্যে। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ১৬টি রাজ্যে জয়।

 

এসব রাজ্যে ট্রাম্প ইলেক্টোরাল ভোট জিতেছেন ২৪৪টি। আর হিলারি জিতেছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে হলে ট্রাম্প কিংবা হিলারিকে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে জিততে হবে ২৭০টি ভোট।

 

এখনো পর্যন্ত ৩৫ ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, নির্বাচনে জয়ের খুব কাছে চলে গেছেন। তবে সব হিসাব পাল্টে দিতে পারে ক্যালিফোর্নিয়া রাজ্যের ভোট।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায়, ৫৫টি। হিলারির ইতিমধ্যে ২০৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যদি তিনি ক্যালিফোর্নিয়ায় জিতে যান, তার ইলেক্টোরাল ভোট হবে ২০৯+৫৫ = ২৬৪টি।

 

এখনো নয়টি রাজ্যের ভোটের ফলাফল জানা বাকি। হিলারি যদি ক্যালিফোর্নিয়ায় জিতে যান এবং পাশাপাশি অবশিষ্ট আটটি রাজ্যের ছয়টি ইলেক্টোরালবিশিষ্ট যেকোনো একটি রাজ্যে জয় পান কিংবা ছোট একাধিক রাজ্যে জিতে ছয়টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে পারেন, তাহলে তিনিই হচ্ছে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

 

অন্যদিকে, ট্রাম্প ইতিমধ্যে ২৪৪টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। জিততে হলে তাকে শুধু ক্যালিফোর্নিয়ায় জয় পেলেই চলবে।

 

ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় পরাজিত হয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। সেক্ষেত্রে তাকে বাকি সব রাজ্যে জয় নিশ্চিত করতে হবে। যেটি দুঃসাধ্য ব্যাপার। কারণ অবশিষ্ট নয়টি রাজ্যের কয়েকটির ফলে হিলারি ইতিমধ্যে এগিয়ে আছেন।

 

তাই বলা যায়, তাসের ট্রাম্প কার্ডের মতো ক্যালিফোর্নিয়া রাজ্য এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘ট্রাম্প কার্ড’ অর্থাৎ ‘ফলাফল পরিবর্তনকারী কার্ড’ হতে যাচ্ছে, বলাই যায়।

 

তবে ক্যালিফোর্নিয়া সত্যিই ডোনান্ডের ‘ট্রাম্প কার্ড’ হবে নাকি হিলারির ‘ট্রাম্প কার্ড’ হবে তা সময়ই বলে দেবে।

 

তবে ক্যালিফোর্নিয়ায় ভোটের প্রাপ্ত শেষ খবরে জানা গেছে, হিলারি ভোট পেয়েছেন ৬১.৩ শতাংশ। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৩.৮ শতাংশ। প্রায় ২২ লাখ ভোটার হিলারিকে ভোট দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পকে ভোট দিয়েছেন ১২ লাখ ভোটার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৬/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়