ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে রোনালদোর পর্তুগাল

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২৬ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে রোনালদোর পর্তুগাল

ক্রীড়া ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে ক্রোয়েশিয়া। তবে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে তাদের ১-০ ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল।

 

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে আসা ক্রোয়েশিয়াকে ছিটকে ফেলতে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন রিকার্ডো কুয়ারেশমা। তবে ১১৭ মিনিটের সময় দলের জয়সূচক এই গোলের নেপথ্যে ছিলেন পর্তুগাল শিবিরের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

 

ফ্রান্সের লিন্সে শুরু হওয়া ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার প্রত্যয় নিয়েই মাঠে নামে দুদল। ফলে শুরু থেকেই নিজেদের রক্ষণভাগ সামলে ব্যবধান গড়ার চেষ্টা করেছে তারা। তবে নির্ধারিত সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও জালের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল।

 

 

ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময় শেষের কয়েক মিনিট আগে ক্রোয়েশিয়ানদের ছিটকে দেন পর্তুগিজ তারকা কুয়ারেশমা । যোগ করা সময়ে (১১৩ মিনিট) ক্রোয়েশিয়ান তারকা রাকিটিচের বাড়ানো বলে হেড করেন ভিদায়। তবে তা গোলবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ১১৫ মিনিটের মাথায় ইভান পেরিসিচের একটি জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ১১৭ মিনিটে রোনালদোর জোরালো শট ফিরিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। পরে হেডে ফাঁকা পোস্টে বল জড়িয়ে পর্তুগালকে এগিয়ে দেন কুয়ারেশমা। ম্যাচের বাকিটা সময় আর কেউ জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই শেষ আট নিশ্চিত করে পর্তুগিজরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/শামীম/টিপু/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়