ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইব্রাহিমোভিচের গোলে পয়েন্ট বাঁচাল ম্যানইউ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইব্রাহিমোভিচের গোলে পয়েন্ট বাঁচাল ম্যানইউ

ক্রীড়া ডেস্ক : জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে পয়েন্ট বাঁচাল ম্যানচেষ্টার ইউনাইটেড। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে ম্যানইউয়ের সপ্তম জয় নিশ্চিত করেন সুইডেনের এ স্ট্রাইকার।

 

ফলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জোসে মরিনহোর দল।

 

বৃহস্পতিবার লন্ডনে দুই দলের লড়াইয়ের শুরুতে ছিল না কোনো উত্তেজনা। বল দখলের লড়াইয়ে মরিনহোর শিষ্যরা এগিয়ে থাকলেও গোলের স্বাদ পায়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যানইউর হয়ে লিড এনে দেন পল পগবা। ডি বক্সের অনেকটা বাইরে ফ্রি কিক পায় ম্যানচেষ্টার ইউনাইটেড। মাতার নেওয়া ফ্রি কিকে ডি বক্সের ভিতরে বল পায় ইব্রাহিমোভিচ। অসাধারণ দক্ষতায় বুকে বল রিসিভ করে পগবাকে এগিয়ে দেন সুইডেনের এ তারকা। নিজের জোনে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি পগবা।

 

দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেস সমতায় ফিরে। ড্যামিয়েন ডিনলের বাড়ানো বলে গোল করেন জেমস আর্থার। এক মিনিটের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। রুনির অসাধারণ কিক দারুণ দক্ষতায় সেভ করেন হেনসে। তবে শেষ দিকে দলকে বাঁচাতে পারেননি হেনসে। বামপাশ থেকে পগবার বাড়ানো বলে ক্রিস্টাল প্যালেসের জালে জয়সূচক গোলটি করেন ইব্রাহিমোভিচ।

 

১৬ ম্যাচে এটি ম্যানচেষ্টারের সপ্তম জয়। শিরোপা প্রত্যাশী দল ড্র করেছে ৬টি ম্যাচ, হেরেছে ৩টি। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের ১৬ ম্যাচে এটি নবম পরাজয়। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়