ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্লিয়ারিং-সেটেলমেন্ট কোম্পানি গঠন আইনের খসড়া অনুমোদন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৬ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লিয়ারিং-সেটেলমেন্ট কোম্পানি গঠন আইনের খসড়া অনুমোদন

বিএসইসি লোগো

অর্থনৈতিক প্রতিবেদক : ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি গঠন সংক্রান্ত খসড়া আইন  অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

আইনটি চূড়ান্ত অনুমোদনের আগে স্টেকহোল্ডারদের মতামত নেবে কমিশন। খসড়া আইনের ওপর মতামত দেওয়ার জন্য শিগগিরিই তা বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিএসইসি।

 

ক্লিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠিত হলে স্টক এক্সচেঞ্জের লেনদেন এক দিনেই নিষ্পত্তি করা সম্ভব হবে। এ ছাড়া এর ফলে অন্যান্য নতুন প্রডাক্ট যেমন ডেরিভেটিভস্, কমোডিটি ইত্যাদিও চালু করা সম্ভব হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৫/নিয়াজ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়