ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন শিল্পমন্ত্রী ও বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় ক্ষতির সম্মুখীন হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, দেশের বিরাজমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং এই মূল্যবৃদ্ধি জাতীয় স্বার্থে নয়।

তিনি বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্যের প্রতিযোগিতামূলক বাজার সংকুচিত হবে। ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো বন্ধ হওয়ার হুমকিতে পড়বে। ফলে জাতীয় প্রবৃদ্ধিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।

তিনি অর্থনীতি বিকাশের স্বার্থে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি নতুন করে বিবেচনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বীরেন সাহা, এফ এম ইকবাল, শ্রমিকনেতা এম দেলোয়ার হোসেন, কবি সুনীল শীল, যুবনেতা পল্লব পাল ও আমিনুল কবির বার্লিন, ছাত্রনেতা সমীর পাল প্রমুখ। সভা পরিচালনা করেন সাইমুম হক আবদার।

 

 



রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/মামুন/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়