ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কয়েদি

ইসমাইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৯ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কয়েদি

কয়েদি
মো. ইসমাইল হোসেন
কয়েদি নহে শাজাহান ছিল যে নিষ্পাপ,
জেলেতে মৃত্যু হলো বিচারহীন অবাধ।
দীর্ঘদিন ছিল নির্বাক বন্দী কারাগারে;
কি দোষ ছিল তার সাজা হয় অগোচরে?
খেটে ছিল জেল যে চাচা বিনা হিসাবে,
তবু সতেরো বছর সাজা হয় অনুপস্থিতিতে।
করিয়া আত্মসমর্পণ পেয়েছিল জামিন,
প্রমাণ হলো না নিষ্পাপ কয়েদি সেদিন।
ঘুমিয়েছে কর্তৃপক্ষ দেখে না চোখ মেলে,
কয়েদি সে পড়ে আছে নিথর হয়ে জেলে।
অসুস্থ ছিল সে কয়েদি কর্তৃপক্ষ জানতো,
তবু হয় নাই চিকিৎসা অনীহা ছিল সর্বত্র।
ব্যাধিতে ক্লান্ত ছিল ক্ষুধা, মশার কামড়ে,
স্ট্রোকে মৃত্যু হল বিচারহীন কারাগারে।
জামিনের আবেদন করেছিল বার বার,
হলো না জামিন আর শাজাহান কাকার।
যে অস্ত্রের আসামি বিশ্বাস করি না আমি,
চাচা করে নাই দোষ এ মামলা পাগলামি।
ময়লার মাঝে পেয়েছিল রামদা সেদিন,
কে রেখেছে খোঁজা উচিৎ তদন্তের অধীন।
এক অন্ধকার রাতে চাচাকে নিয়ে যায় ধরে,
ফিরে আর এলো না চলে গেল পরপারে।
অযথা যদি অসহায়ত্ব বরণ করে নিতে হয়।
গণমনে বিচারপতি গুরুত্ব হারাবে শীঘ্রই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৬/ইসমাইল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়