ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খুলনায় জবাই করা ৭০০ পাখি উদ্ধার

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় জবাই করা ৭০০ পাখি উদ্ধার

জবাই করা পাখিসহ আটককৃতরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার তেরখাদা উপজেলা থেকে বিভিন্ন প্রজাতির জবাই করা ৭০০ পাখিসহ চারজন আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার কাটেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন-তেরখাদা উপজেলার কাচিকাটা গ্রামের সাহেব আলীর দুই ছেলে সাইফুল ইসলাম (২৯) ও মুশফিক ইসলাম (২২), একই গ্রামের রাজা মোল্লার ছেলে আলাউদ্দিন মোল্লা (৩২) এবং ইখড়ি গ্রামের শাহাজাহানের ছেলে লাচ্চু (২৬)।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, শিকারিরা খুলনা শহরের বিভিন্ন হোটেলে বিক্রির জন্য পাখিগুলো জবাই করে রাখে। গোপন খবরের ভিত্তিতে কাটেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে  বিভিন্ন প্রজাতির ৭০০ পাখি উদ্ধার করা হয়। এ সময় আটককৃত চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/খুলনা/১৮ জানুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়