ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুশকি দূর করার ঘরোয়া ছয় উপায়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৯ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুশকি দূর করার ঘরোয়া ছয় উপায়

ছবির কোলাজ

লাইফস্টাইল ডেস্ক : চুলে খুশকির সমস্যা অনেকেরই। খুশকির ফলে শুধু যে অন্যের সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তা নয় বরঞ্চ খুশকির ফলে মাথার ত্বকও চুলকোতে থাকে।

 

খুশকি প্রতিরোধে বাজারে বিভিন্ন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু রয়েছে। তবে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুগুলোতে থাকা কেমিক্যাল খুশকি দূর করলেও, চুল হারিয়ে ফেলে সতেজতা। অন্যদিকে আবার শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করলে ফিরে আসে খুশকি। তাই খুশকি দূর করার জন্য জেনে নিন সহজ কিছু ঘরোয়া উপায় ।

 

* অ্যালোভেরা: তাজা অ্যালোভেরার কস মাথার ত্বকে লাগান। ১৫ মিনিট পরে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। মাসে একবার করে করুন।

 

 

* পেয়াজের রস: দুটো পেয়াজের রস বের করে নিন। এক মগ পানিতে এই রস মিশিয়ে নিন। মাথায় এই রস ভালো করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

* শিকাকাই: শিকাকাই আর একটি ভীষন উপযোগী ঘরোয়া টোটকা। সপ্তাহে তিনবার শিকাকাই দিয়ে চুল ধুলে, খুব শিগগির খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়