ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গণমাধ্যমকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার

আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৩ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণমাধ্যমকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

নিজস্ব প্রতিবেদক : ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হবে। সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও আন্তরিকতার সঙ্গে জনস্বার্থে কাজ করতে হবে। জাতীয় সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বার্তা সাংবাদিকরা দায়িত্বশীল লেখনীর মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে পারলে সংসদ আরো বেশি কার্যকর হবে।’

 

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংসদ বিটের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

ডেপুটি স্পিকার আরো বলেন, ‘সাংবাদিকদের লেখনী ছাড়া সংসদীয় কার্যক্রম জনগণের কাছে পৌঁছানো কঠিন। তাই সংসদের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক জরুরি। জনগণের স্বার্থে এ বিষয়ে সংসদকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও আরো বেশি দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও নিরাপত্তা বিধানে বর্তমান সংসদ উদ্যোগ নেবে।’

 

নিখিল ভদ্রের পরিচালনায় কর্মশালায়  ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান মুকুল, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল হক ও ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত লিটন উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৫/আজাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়