ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গভর্নরের আফসোস!

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৭ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গভর্নরের আফসোস!

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন প্রধানরা ‘নগরমাতা’ না হয়ে ‘নগরপিতা’ হওয়ায় আফসোস করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

 

তিনি বলেন, ‘আমাদের এই দুই সিটিতে যদি নগরপিতা না হয়ে নগরমাতা হতেন, তাহলে ঢাকায় কর্মরত নারী ব্যাংকারদের সন্তানদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র করার উদ্যোগ নিতেন। সিটিতে নগরমাতা হলে মায়েদের কষ্ট বুঝতেন।’

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের আলামিন সেন্টারে রাষ্ট্রীয় মালিকানাধীন পাচঁটি ব্যাংকের উদ্যোগে শিশু দিবাযত্ন কেন্দ্র ‘খেলাঘর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের উদ্যোগে ‘খেলাঘর’ প্রতিষ্ঠা করা হয়।

 

এ সময় সিটি মেয়রদের উদ্দেশ্যে আতিউর রহমান বলেন, ‘নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বাড়াতে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনে উদ্যোগ নিন। অন্তত একটু জায়গা দিন। আমরা (ব্যাংককাররা) নির্মাণ করে নেবো।’

 

গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখন শত শত নারী দক্ষতার সঙ্গে কাজ করছেন। সামর্থ ও সুযোগ থাকা সত্ত্বেও ব্যাংকগুলোতে ডে-কেয়ার সেন্টার সেভাবে গড়ে ওঠেনি।’

 

৬৫টি সিট নিয়ে খেলাঘরের যাত্রা শুরু হয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

 

খেলাঘরের সভাপতি সরদার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইকবাল, সোনালী ও রূপলী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৫/নিয়াজ/সুমন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়