ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আলালসহ ৪৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলালসহ ৪৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : দ্রুত বিচার আইনের একটি মামলায় যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৪৩ নেতা-কর্মীর বিরুদ্ধে কনস্টেবল আবদুর রহিমের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

 

বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নবী পল্টন থানার ওই মামলায় এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আগামী ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন আদালত।

 

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-ছাত্রদলের প্রাক্তন সভাপতি আজিজুল বারি হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া।

 

প্রসঙ্গত, ২০১২ সালের ২ অক্টোবর আসামিরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সময় গাড়িতে আগুন, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

 

২০১২ সালের ১৪ অক্টোবর পল্টন থানার ওসি (তদন্ত) মুহম্মাদ আলমগীর ভুঁইয়া মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

 

২০১৪ সালের ৩০ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

 

এদিকে পল্টন থানার নাশকতার আরেক মামলায় মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেলসহ ৫৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি।

 

কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করলে একই আদালত ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যের  দিন ধার্য করেন।

 

এই মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন পুলিশ।

 

২০১১ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেলসহ ৫৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

২০১৪ সালের ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৬/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়