ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাছের কোটরে গরুর মাথা

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ১৫ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাছের কোটরে গরুর মাথা

আহমেদ শরীফ : গাছের কোটরে আটকে গেছে বড়সড় এক গরুর মাথা। খবরটা শুনতেই কেমন অদ্ভুত লাগে, তাই না? আরো অদ্ভুত হলো ওই গরুকে উদ্ধার করতে চারজন উদ্ধারকর্মী ছুটে আসেন।

 

ঘটনাটি ঘটেছে বৃটেনের নর্থ ইয়র্কশায়ারের নর্দালারটন এলাকায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে ফিতা ও খামারের কাজে ব্যবহার করা মেশিনের সহায়তা নিয়েছেন উদ্ধার কাজে। আর ওই সময় গরুটির জীবন রক্ষার কথা চিন্তা করে সেখানে আনা হয় এক পশু চিকিৎসককে।

 

একটু ভাবুন তো, কী অবস্থা ছিল গরুটির। বেচারা হয়ত মরতেই বসেছিল। তবে চার উদ্ধারকর্মীর বিচক্ষণতায় কিছুক্ষণ পরই তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

 

উদ্ধারকর্মীরা অবশ্য বিকল্প পরিকল্পনাও করে রেখেছিলেন। তারা করাত দিয়ে গাছ কাটার চিন্তা-ভাবনাও করছিলেন। তবে মাটি খোঁড়ার মেশিনের সঙ্গে ফিতা আটকে ওই গরুর পেছনে সেই ফিতা বেঁধে ধীরে ধীরে টেনে বের করেছেন গরুটিকে। পরে ওই উদ্ধার কাজের ছবি নর্থ ইয়র্কশায়ার ফায়ার সার্ভিস সোশাল মিডিয়াতে প্রচার করে।

 

কর্তৃপক্ষ টুইট করে, ‘সবার জন্য সুখকর সমাপ্তি।’

 

সভ্য দেশে মানুষের জীবনের মতো পশুদের জীবনও মূল্যবান, এই ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট প্রমাণ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৬/আহমেদ শরীফ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়