ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে অবৈধ ওষুধ কারখানা সিলগালা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে অবৈধ ওষুধ কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাশপুর এলাকার একটি অবৈধ ওষুধ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ ওই জরিমানা আদায় করেন।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বিলাশপুর এলাকায় সেফটি হেলথ নামক একটি অবৈধ ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই কারখান থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের  ভেজাল ওষুধ জব্দ করে পোড়ানো হয় এবং মালিক মারুফ হাসানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি জানান, বিলাশপুর এলাকায় অবৈধভাবে কারখানা স্থাপন করে গত ৩-৪ মাস ধরে ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিল।

 


রাইজিংবিডি/গাজীপুর/২৭ জুন ২০১৬/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়