ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গাজীপুরে আগুনে পুড়েছে ভাড়াবাড়ির ২০ কক্ষ

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে আগুনে পুড়েছে ভাড়াবাড়ির ২০ কক্ষ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মধ্যচান্দনা এলাকায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০টি কক্ষ এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান জানান, রাত সোয়া ৭টার দিকে মধ্যচান্দনা এলাকার হাজি আব্দুল বারেকের ভাড়াবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন টিনের (বেড়া ও চাল টিন দিয়ে) তৈরি বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ২০ কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।



রাইজিংবিডি/গাজীপুর/১৭ জানুয়ারি ২০১৭/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়