ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গাজীপুরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৫ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

ভেজাল ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর জেলা শহরের ঝুমুর সিনেমা হল মার্কেটের হারবাল রিচার্স সেন্টারের এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভুয়া ডাক্তার মো. সেলিম চৌধুরীকে ওই দণ্ড দেন।

 

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ভোক্তা সংরক্ষণ আইনে ওই হারবাল রিচার্স সেন্টারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ভেজাল ও মেয়াদহীন ওষুধ বিক্রয় এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে নিজেকে ডাক্তার হিসেবে প্রকাশ করার অপরাধে সেলিম চৌধুরীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

 

এ ছাড়া ওই প্রতিষ্ঠান থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধের খালি খোসা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/৫ আগস্ট ২০১৫/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়