ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের। দর বৃদ্ধির শীর্ষের অন্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসোরিজ, ইউনাইটেড এয়ারওয়েজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল পলিমার, খান ব্রাদার্স, গ্লোবাল হেভী, মালেক স্পিনিং ও ন্যাশনাল টিউবস।

 

সোমবার তসরিফা ইন্ডাস্ট্রিজের সমাপনী মূল্য ছিল ৩২ টাকা। মঙ্গলবার দিনশেষে মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩৫.২ টাকায়। দিনে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৩২.২ থেকে ৩৫.২ টাকা।

 

অলিম্পিক এক্সেসরিজের ৯.৮৮ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৯.৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৮.৫২ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৭.৩৯ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৭.১৭ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৬.৩৪ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যাল কোম্পানির ৬.০৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৫২ শতাংশ এবং  ন্যাশনাল টিউবসের ৫.৩৫ শতাংশ দর বেড়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/নিয়াজ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়