ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গোপালগঞ্জে বাল্যবিবাহ থেকে দুই শিশুর রক্ষা

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে বাল্যবিবাহ থেকে দুই শিশুর রক্ষা

বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া দুই শিশু

 গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে তাহমিনা (১০) ও মোহাম্মাদ খান (১২) নামে দুই শিশু বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

 

সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

রক্ষা পাওয়া ওই দুই শিশু হল করপাড়া গ্রামের কেরামত খানের মেয়ে ও করপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাহমিনা এবং পার্শ্ববর্তী বনগ্রামের নিয়ামত খানের ছেলে মোহাম্মাদ খান।

 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জালাল উদ্দিন জানান,  করপাড়া গ্রামের মেয়ের বাবা কেরামত খানের বাড়িতে ওই দুই শিশুর আংটি বদল ও বিয়ে দিন তারিখ ধার্য হওয়ার কথা ছিল।

 

এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৌলতলী ফাঁড়ির পুলিশ কেরামত খানের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই শিশুর আংটি বদল ও বিয়ে বন্ধ করে দেন।

 

এ সময় ছেলে ও মেয়েকে উদ্ধার করা হয়। পরে তাদের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা নেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/২ জানুয়ারি ২০১৭/বাদল সাহা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়