ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্যাসের তীব্রতায় অসুস্থরা ভাল আছেন: শিল্পমন্ত্রী

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৪ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্যাসের তীব্রতায় অসুস্থরা ভাল আছেন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ডিএপি প্ল্যান্টের রিজার্ভ অ্যামোনিয়া ট্যাঙ্ক বিস্ফোরণে গ্যাসের তীব্রতায় অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করছে বিসিআইসি। তারা সুস্থ এবং ভাল আছেন। দু’একদিনের মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন।

 

মন্ত্রী বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থদের দেখতে গিয়ে এসব কথা বলেন।

 

মন্ত্রী এ সময় হাসপাতালের ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যগত নানা বিষয়ে খোঁজ-খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আক্রান্ত রোগীদের বিষয়ে মতবিনিময় করেন।

 

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আগেই জেলা প্রশাসনের তিন এবং বিসিআইসির ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দু’একদিনের মধ্যে কমিটির রিপোর্ট হাতে পাব।

 

এ রিপোর্টের ভিত্তিতে  চিহ্নিত করা হবে এ ঘটনা কেন এবং কিভাবে হল? তারপর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু চট্টগ্রামের আনোয়ারার ডিএপি প্ল্যান্ট রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। 

 

এ সময় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বিসিআইসির চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ আগস্ট ২০১৬/রেজাউল করিম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়