ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গ্রন্থমেলায় ‘লিলিয়ান এবং মৃত কবির আত্মা’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় ‘লিলিয়ান এবং মৃত কবির আত্মা’

সাহিত্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি পাভেল আল ইমরানের গ্রন্থ ‘লিলিয়ান এবং মৃত কবির আত্মা।’ গ্রন্থটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।

 

দীর্ঘদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত পাভেল আল ইমরান। লিখছেন বাস্তবতার মিশেলে অনেক কবিতা। লিলিয়ান এবং মৃত কবির আত্মা- গ্রন্থটি সম্পর্কে তিনি জানান, এ গ্রন্থে জীবনের নানা ঘটনার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

 

তিনি আরো জানান, গ্রন্থটির নামে যে কবিতা, সেখানে মৃত্যু, প্রেম এবং জগৎ সংসারের কথা বলা হয়েছে। যেমন, আমি মৃত নই, লিলিয়ান! অদৃশ্য জীবিত আত্মা, দূরে কোথাও খুঁজোনা, তোমার চোখ ভেঙে যাওয়া ডালিমের লাল রঙ্গে খুলে গেলেই সারা কামরায় গোলাপ জল ছিটিয়ে যাবে- দিগন্তে উড়া সব বেসিল লিফে আমার সুবাস। তোমার ঘরে এলেই আমার আত্মা আতর পাতা ঝরিয়ে অন্যগ্রহে উড়াবে তোমাকে। শুধু এই কবিতাই নয়, প্রত্যেকটি কবিতায় আরো বিচিত্র ঘটনার চিত্রায়ন পাবে পাঠক।

 

লিলিয়ান এবং মৃত কবির আত্মা- গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন। দাম ১০০ টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৬/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়