ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রন্থমেলায় ডিআরইউয়ের স্টল উদ্বোধন

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় ডিআরইউয়ের স্টল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টলের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

বাংলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার বিকেল ৪টায় তথ্যমন্ত্রী এই স্টলের উদ্বোধন করেন।

 

এ সময় সংগঠনের সভাপতি জামাল উদ্দীন, পিআইবির মহাপরিচালক শাহ্ আলমগীর, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম, প্রচার-প্রকাশনা সম্পাদক ও স্টল পরিচালনা কমিটির আহবায়ক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন, স্টল পরিচালনা কমিটির সদস্য সচিব ঝর্ণা মনি, ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ এ রিয়াত, আজাদ হোসেন সুমন উপস্থিত ছিলেন।

 

প্রথমবারের মতো এবারের  গ্রন্থমেলায় স্টল নিয়েছে ডিআরইউ। বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদদের ভাস্কর্যের পাশে ৭৩ নম্বর স্টলটি পেয়েছে এ সংগঠন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৬/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়