ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রন্থমেলায় মনসুর আজিজের ‘আঁধারের নাকফুল’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় মনসুর আজিজের ‘আঁধারের নাকফুল’

সাহিত্য ডেস্ক : কবি মনসুর আজিজের সপ্তম কাব্যগ্রন্থ ‘আঁধারের নাকফুল’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। মনসুর আজিজ লিখছেন ছড়া, গান, কিশোর কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ। অনুবাদক, সম্পাদক ও সংগঠক হিসেবেও পরিচিতি রয়েছে তার। কবিতাই তাঁর স্বপ্ন, কবিতার সাথেই নিরন্তর বসবাস। ১৯৭৪ সালের ১৫ আগস্ট চাঁদপুর জেলার হাইমচর থানার সোনারকান্দি গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি।

 

আঁধারের নাকফুল গ্রন্থটি সম্পর্কে মনসুর আজিজ বলেন, নির্ভুল ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প ও অনুপ্রাসের পাশাপাশি লোকজ শব্দের আধুনিক উপস্থাপনায় কবিতাগুলো লেখা হয়েছে।  মাটি, মানুষ, প্রেম, প্রকৃতিসহ নানা বিষয় ফুটে ওঠেছে এ গ্রন্থে।

 

তিনি বলেন, প্রতিটি কবিতাকে আলাদা করা হয়েছে পরম যত্নে। প্রতিটি কবিতা সহজেই ধরা যায়, ছোঁয়া যায়, আপন করে নেওয়া যায়।

 

আঁধারের নাকফুল কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ। বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। বইটি প্রকাশ করেছে সূচীপত্র।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়