ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খাসিয়াদের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাসিয়াদের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

ফয়জুল ইসলাম (৩৩) নামক ওই ব্যক্তি উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের পশ্চিম পান্তুমাই গ্রামের আজির উদ্দিনের ছেলে।

 

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

 

পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুধবার ভোরে গোয়াইনঘাটের সোনারহাট সীমান্ত ফাঁড়ির অদূরে সীমান্ত পিলার নং ১২৬৮ (এসএল) এর কাছে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হন। তিনি পশ্চিম পান্তুমাই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

 

এ ঘটনায় ফয়জুল ইসলাম, তার দুই ভাই- আবদুস সবুর (৩০) ও আবদুল কাইয়ুম (১৮) গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ফয়জুল ইসলাম মারা যান।

 

ঘটনার পর সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছিলেন, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র আনতে বাচ্চু মিয়া, ফয়জুলসহ অন্যরা ভারতের অভ্যন্তরে ঢুকেছিলেন। ওই সময় খাসিয়াদের গুলিতে বাচ্চু মারা যান।

 

 

রাইজিংবিডি/সিলেট/৯ নভেম্বর ২০১৬/কামাল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়